আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

লালমনিরহাটে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, সর্তক হচ্ছে না মানুষ

মজিদুল হক লালমনিরহাট (সদর) প্রতিনিধি

 

আইডিসিআর এর সর্বশেষ তথ্য মতে আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ জন এবং করোনায় অাক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন।
যতই দিন গড়াচ্ছে ততই যেন করোনা নামক ভাইরাস বেশি প্রভাব বিস্তার করছে। এ নিয়ে সরকারিভাবে নির্দশনা দেয়া হলেও মফস্বল পর্যায়ের মানুষদের কাছে যেন এটি একটি নাম মাত্র নির্দশনা।
তেমনি লালমনিরহাট সদরের বিভিন্ন জায়গায় সরেজমিনে গিয়ে দেখা যায় করোনা নিয়ে গ্রামের চায়ের দোকানগুলোতে তুমুল বির্তক।
বারবার প্রশাসনিক ভাবে ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে জোর প্রচারনা চালানো হলেও মানুষদের মাঝে সচেতনতার ফলাফল চোখে পড়ার মত নয়।
লালমনিরহাট সদরের হারাটি, মহেন্দ্রনগর খুনিয়াগাছ এসব এলাকা ছাড়াও অন্যান্য জায়গায় মানুষের জনসমাগম লক্ষণীয়।
এ বিষয়ে দৈনিক অাগামীর সংবাদের সাথে লালমনিরহাট সদর থানার এস.আই পারভেজ হাসান মুঠোফোনে জানান” আমরা এখন এ বিষয়টি নিয়ে আগের থেকে অনেক কঠোর এবং এরকম অভিযান নিয়মিত থাকবে সেই সাথে ঐসব এলাকার মানুষদের সর্তক করানোর জন্য জোড়ালোভাবে নজরদারী থাকবে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ