আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ডিসেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ের সুতিপাড়ায় সবাইকে ঘরে ফেরার জন্য চেয়ারম্যান রাজা’র মাইকিং

 

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক

মহামারী নভেন করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সরকারি নির্দেশ অনুযায়ী সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে অবস্হান করতে বলা হয়েছে। সেই অনুযায়ী জনগণকে সচেতন করতে ধামরাই উপজেলাস্হ সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা নিজে হ্যান্ড মাইকে মাইকিং করে ঘরে ফিরে গিয়ে হোম কোয়ারেন্টাইন পালন করার জন্য তার ইউনিয়নের জনগনকে আহবান জানাচ্ছেন।
সুতিপাড়া বাজার সহ সমগ্র ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লা মাইকিং করে সচেতনতা সৃষ্টি করে ঘরে ফিরিয়ে নিয়ে হোম কোয়ারেন্টাইন পালনে নানামুখী কর্মসূচি পালন করেছেন।।
মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল থেকে নিজ হ্যান্ড মাইকে মাইকিং করে সর্বসাধারনের প্রতি ঘরে ফিরে যাওয়ার জন্য আহবান জানান সেই সাথে বলেন আপনাদের খাদ্য সামগ্রীর জন্য কোন চিন্তা করতে হবে না। আমি আপনাদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। আপনারা মানণীয় প্রধানমন্ত্রী ও সরকারি নির্দেশ মেনে চলুন। নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার কাজ করে নিজে নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ রাখুন। একটা কথা মনে রাখবেন কেউ না খেয়ে মরবে না। মানণীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা আপনাদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিব। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলুনন,কোন গুজবে কান দিবেন না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ