আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে করোনা সংক্রমণ পরীক্ষার জন্য নয় জনের নমুনা সংগ্রহ

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস নিয়ে ধামরাইয়ে সাধারন মানুষের মাঝে কোনো প্রভাব পড়ছে না।সারাদেশে যখন চরম আতংক ও করোনা বিষয়ে সরকার ব্যাপক প্রচার করে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সর্তকতা অবলম্বন করছেন,তখন ঢাকার পাশে ও সন্নিকটে ধামরাই সদর সহ আশপাশে উল্টো চিত্র।মানুষ ও যাববাহন চলছে অবাদে।

স্বাস্থ্য কমপ্লক্সের ভেতরে সকাল বিকাল এলাকার নানা রোগে আক্রান্ত ব্যক্তিদের হাটাচলা ও এলাকার শিশু কিশোরদের মেডিকেল ক্যাম্পাসে এসে খেলা ধুলা করা বিষয়ে প্রবেশ নিষেধ করা হলেও তা কেউ মানছেন না বলে জানান ধামরাই সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নুর রিফাত আরা।
তিনি বলেন ক্যাম্পাসে রোগীদের আসা যাওয়া এটা সুস্থ্য মানুষের জন্য নিরাপদ নয়।করোনা ভাইরাস প্রসঙ্গে ডাঃ নুর রিফাত আরা বলেন ধামরাইয়ে এখনো কানো আক্রান্ত রোগী সনাক্ত হয়নি।

সোমবার (৬ই এপ্রিল) নয় জন ব্যক্তির নিকট থেকে নমুনা সংগ্রহ করে নভেন করোনা ভাইরাস (কোভিড-১৯) আছে কিনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে দু তিন দিন পর বলা যাবে ।তবে উল্লেখ্য কয়েক দিন পূর্বে চার জনের নমুমা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর পরীক্ষায় কোনো নভেন করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন ধরা পড়েনি।
ডাঃ নুর রিফফাত আরো বলেন ধামরাইয়ে বিদেশ থেকে আসা ১২৫ জনের মধ্যে বর্তমানে ১০১ জন হোম কোয়ারেন্টে রয়েছে ।।
তিনি আরো বলেন- কেউ আতঙ্কিত হবেন না শুধুমাত্র সচেতনতার মাধ্যমে করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ করা সম্ভব। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে চলুন। নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়া সহ নিজ বাড়িতে অবস্হান করুন,অকারণে বাড়ির বাহিরে যাবেন না। নিজে সুস্থ ও নিরাপদ থাকুন, অপরকে নিরাপদ রাখুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ