আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, বাড়ির মালিক পলাতক

আনিসুর রহমান দিপু,বিশেষ প্রতিনিধিঃ

 

সাভারে নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পড়ে সাদেকুল (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের শ্রমিকেরের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক পলাতক রয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকালে সাভার পৌরসভার ৩নং ওয়ার্ডের মালঞ্চ আবাসিক এলাকায় আবু তালেব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাদেকুল রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সদরপুর গ্রামের সাধু মিয়ার ছেলে। তিনি সাভারে একটি ভাড়া বাসায় থেকে থেকে রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, বিকেলে তালেব মিয়ার ৬ তলা বাড়ির উপরের তলায় প্লাস্টার করতে গিয়ে দূর্ঘটনাবশত বাসের মাঁচা থেকে পড়ে যায় সাদেক। পরে দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঘটনার সময় ঘটনাস্থলের ৬য় তলায় তাশ খেলছিলেন বাড়ির মালিক আবু তালেবসহ আরও পাঁচজন। কিন্তু সাদেকুল ভবন থেকে পরার পর স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতলে পাঠালে আবু তালেব পালিয়েছে৷

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) হামিদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িওয়ালাসহ কাউকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ