আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ঢাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ত্রাণ বিতরণ

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক: 

 

মরনব্যাধী করোনা কোভিড-১৯ ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন ঘরবন্দী ও হতদরিদ্র পরিবারের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে ঢাকার মেরুল বাড্ডার নিমতলি শিব মন্দির প্রাঙ্গনে দাস পাড়ার প্রান্তিক পর্যায়ের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয় সোমবার ৬ই এপ্রিল।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন দে’র পরিচালনায় ত্রান বিতরন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট তারক রায়, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার বসাক, সহ প্রচার সম্পাদক গৌতম হালদার প্রান্ত ও মেরুল বাড্ডা শাখার হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ। ত্রান বিতরনের পাশাপাশি উপস্থিত সবাইকে করোনা ভাইরাস নিরসনে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য আহবান জানানো হয়। নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিয়মিত সাবান দিয়ে হাত ধোঁয়ার অভ্যাস গড়ে তোলা সহ সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য সর্বসাধারণের প্রতি আহবান জানানোো হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ