আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাই উপজেলার ৬০টি গ্রামে সাংসদের ত্রাণ বিতরণ

রনজিত কুমার পাল, নিজস্ব প্রতিবেদক:

 

 

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জনপ্রতিনিধি ও ব্যক্তিগত পর্যায়ে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। একই সঙ্গে খাদ্য সহায়তা পাচ্ছেন হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরত লোকজনও। এদিকে শহর-গ্রামের রাস্তায় জীবাণুনাশক স্প্রে এবং সাধারণ মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে। ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রা’র সভাপতি, ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয়ও তার নির্বাচনীী এলাকায় ধামরাই উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গ্রামে গ্রামে নিজস্ব তহবিল থেকে ত্রাণ বিতরণ শুরু গত সপ্তাহ থেকে আজও ধামরাই উপজেলার তিনটি ইউনিয়নে ৬০টি গ্রামে প্রায় তিন হাজার পাঁচ শত হতদরিদ্র ও করোনার প্রাদুর্ভাবের কারনে বর্তমানে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

সোমবার (৬ই এপ্রিল-২০২০ ) ঢাকা জেলার ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি ধামরাই উপজেলা তার নির্বাচনীী এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে চলার কারনে বর্তমানে কর্মহীন হয়ে পড়া বেকার অসহায় অসচ্ছল মানুষ ও নিম্নআয়ের দিনমজুর দুস্থ গরীর দুঃখী মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

প্রায় ৩৫০০ করোনার কারণে বর্তমানেে কর্মহীন হয়ে পড়া ও হতদরিদ্র অসহায় নিম্নআয়ের অসহায় মানুষের মাঝে নিজের গাড়ি দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ধামরাই উপজেলার কুশুরা, সানোড়া ও কুল্লা ইউনিয়নের ৬০টিনগ্রামে হতদরিদ্র ও কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন।
বিতরণ প্রক্রিয়া চলাকালে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তাা, ধামরাই ধামরাই উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ বিল্লাল হোসেন প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে ঢাকা-২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি বলেন- ধামরাইবাসী আমার প্রাণ। করোনা ভাইরাস মোকাবেলায় ধামরাই বাসির পাশে আছি থাকব ধামরাইয়ের প্রতিটি নাগরিক আমার প্রান তাদের সবধরনের সহযোগিতা এবং কেহ আক্রান্ত হলে চিকিৎসায় সবধরনের সহযোগিতায় আমি প্রস্তত।
সে লক্ষে ধামরাইয়ের মানুষের সাথে প্রতিটি সময় কথা হচ্ছে -খাবার নিত্য প্রয়োজনীয় চাল -ডাল যা যা প্রয়োজন আমাদের রয়েছে যা যা করনীয় ধামরাই বাসির জন্য করা হচ্ছে আরো করা হবে। ইতিমধ্যে ধামরাই উপজেলার ইউনিয়নের প্রতিটি চেয়ারম্যান মেম্বারদের কমিটি করে দেয়া আছে তারা প্রতিটি বাড়ীর খবর রাখবেন আমার ধামরাই বাসি যেন কোন ধরনের সমস্যায় না পরে তার জন্য যথাযথা ব্যবস্হা নেয়া আছে।সবাই আমরা একে অপরের সহযোগিতায় কাজ করবো।ধামরাইবাসীদের প্রতি আবারো আহবান জানান আপনারা মানণীয় প্রধানমন্ত্রী ও সরকারি নির্দেশ মেনে চলুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিয়মিত হাতধোঁয়ার অভ্যাস গড়ে তুলুন। নিজে নিরাপদ থাকুন অপরকে নিরাপদ রাখুন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ