ধর্মপাশা উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বংশীকুন্দ্রা বাজার, চাপাইতি বাজার সহ আরও বেশ কিছু গ্রাম্য বাজার গুলোতে করোনা ভাইরাস সম্পর্কে যথেষ্ট প্রচার প্রচারনার পরেও মানুষের সমাগম ঠিকই হচ্ছে, ধর্মপাশা, মধ্যনগর, গাচতলা,বংশীকুন্দ্রা,চাপাইতি,জয়শ্রী,মহিষখোলা,নুতন বাজার সহ সকল বাজারে প্রসসাশনিক কঠুর ব্যাবস্থা নেয়ার মতামত দিয়েছেন সচেতন মহল।এভাবে যদি বড় মাজারী ও ছোট ছোট গ্রাম্য বাজার গুলোতে মানুষ সমাগম ঠেকানো না যায় তবে এত্র এলাকায় করোনার মহামারী পরিস্থিতির সৃষ্টি হতে পারে অত্র এলাকার শিক্ষক সহ সচেতন মহল মনে করেন।