আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাই উপজেলা প্রশাসনের কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

 

রনজিত কুমার পাল (বাবু)
ঢাকা জেলা প্রতিনিধি

করোনা (নোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে
ঢাকা জেলার ধামরাই উপজেলার যে সকল কর্মজীবি মানুষ সরকারি নির্দেশ অনুযায়ী ঘরে থাকার কারণে কর্মহীন হয়ে বেকার অসহায় হয়ে খাদ্য সমস্যায় আছে বিশেষ করে নিম্নআয়ের মানুষ হতদরিদ্র দিন এনে দিন খায়,রিক্সাচালক,ভ্যান চালক,পরিবহনের শ্রমিক, নিম্নআয়ের বিভিন্ন শ্রেণী পেশার লোক- উপজেলা প্রশাসন ত্রাণ বিতরণ করার জন্য এদের তালিকা প্রস্তুত করেছে।
প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসন ইতিমধ্যেই সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে দিয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রী হচ্ছে- জনপ্রতি ১০ কেজি চাল,আধা কেজি ডাল, আধা কেজি তেল।
এ’বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক জানিয়েছেন- মানণীয় প্রধানমন্ত্রী ও সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে এমনকি রাতের আধাঁরে বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তালিকা অনুযায়ী ত্রাণ বিতরণ করা হচ্ছে।
তিনি আরো জানিয়েছেন- যারা লাইনে দাঁড়াতে সংকোচবোধ করে আমাকে ফোন করেছে আমাদের যথানিয়মে নাম ঠিকানা গোপন রেখে তাদেরকেও উপজেলা প্রশাসন থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে।
তিনি জানান- ধামরাই উপজেলার জন্য দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে বরাদ্দ এসেছে ৫০ মেট্টিকটন চাউল ও দুই লক্ষ ৫০ হাজার টাকা।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ