আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে র‍্যাবের তল্লাশি, খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

সাভার ও আশুলিয়ায় শ্রমিকদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সড়ক-মহাসড়কসহ বিভিন্ন পাড়া মহল্লায় অতিরিক্ত টহল শুরু করেছে র‌্যাব-৪। শ্রমিকদের সামাজিক দূরত্ব নিশ্চিতে এই অতিরিক্ত টহল আগামী কয়েক দিন পর্যন্ত অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে র‌্যাব-৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোঃ মোজাম্মেল হক।

রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাস্ট্যান্ড এলাকায় তিনি একথা বলেন।

এসময় র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, গতকাল রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পোশাক শ্রমিক এরই মধ্যে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে এসেছে। তবে কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা তাদের শ্রমিক কলোনী অবস্থান করবে। এই সময়ে যেন শ্রমিকরা বাহিরে ঘুরাঘুরি না করে সে লক্ষ্যে র‌্যাব-৪ এর পক্ষ থেকে সামাজিত দূরত্ব নিশ্চিতে আগামী কয়েক দিন এই অঞ্চলে পুলিশ ও সেনাবাহিনীকে সহযোগীতা করার পাশাপাশি র‌্যাব-৪ এর সদস্যরা বাড়তি টহল অব্যাহত রাখবে। একই সাথে সড়ক-মহাসড়কে যানচলাচল নিয়ন্ত্রেণের পাশাপাশি পাড়া-মহল্লায় দোকান পাট বন্ধে বিশেষ টহল অব্যাহত রাখবে।

এছাড়া র‌্যাব-৪ এর পক্ষ থেকে আজ অন্তত ১শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ