রনজিত কুমার পাল (বাবু), নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলার উপজেলাস্হ ধামরাই বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড এর কার্যকরী কমিটির উদ্যোগে ও
অর্থায়নে করোনাভাইরাস সংক্রান্ত সচেতনতায় প্রতিরোধে সরকারি নির্দেশ অনুযায়ী যার যার বাড়িতে অবস্হান করার কারণে কর্মহীন হয়ে বর্তমানে বেকার অসহায় অসচ্ছল ছোট ব্যবসায়ী হতদরিদ্র ও বাজারের বিভিন্ন দোকানের কর্মচারীদের মাঝে প্রায় ৭০টি পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ই এপ্রিল-২০২০) ধামরাই বাজারের অসহায় বিভিন্ন দোকানের কর্মচারী ও হতদরিদ্র প্রত্যেক পরিবারকে ৩কেজি চাউল,১কেজি ডাল,১কেজি পিঁয়াজ,১কেজি আলু ও আধা কেজি সোয়াবিন তেল বিতরণ করে।উল্লেখ্য প্রতিটি খাদ্য উপকরণ দিয়ে প্যাকেটজাতকরন করে ৭০টি পরিবারের মাঝে ৭০টি প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ’সময় উপস্থিত ছিলেন ধামরাই বাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ
বাজার সমবায় সমিতির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণ ঘোষ, মোঃ মোন্তাজ উদ্দিন,
বিবেক পাল, ইলিয়াস হোসাইন, মোঃ আমিনুর রহমান, আক্তার জাহান, নাজমুল আলম হৃদয় প্রমূখ।