আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

লালমনিরহাটে রাতে জেলা প্রশাসনের ত্রান বিতরন

মজিদুল হক লালমনিরহাট প্রতিনিধি

করোনাভাইরাসের প্রভাবে উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে সারাদেশের ন্যায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।
এই সংকট মোকাবেলায় দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন।
সঠিক ব্যক্তি যেন ত্রান পায় সেজন্য লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ অাবু জাফর নিজে তদারকি করছেন এবং রাতের অাধারে ত্রান বিতরন করছেন।

অাজ জেলা প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়

হোম কোয়ারেন্টাইনের সংখ্যা:
গত ২৪ ঘন্টার তথ্য: ০১জন,
ক্রমপুঞ্জিভূত: ১৯৯ জন।
প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনের সংখ্যা ঃ ০১
হাসপাতালে আইসোলেশনের সংখ্যা:
গত ২৪ ঘন্টায়: ০০
ক্রমপুঞ্জিভূত: ০০
আক্রান্তের সংখ্যা: ০০
ইতোমধ্যে সুস্থ রোগীর সংখ্যা: ০০
করোনায় মৃতের সংখ্যা: ০০
হোম কোয়ারেন্টাইন থেকে মুক্তঃ১৫২
পিপিই বিতরণঃ ২৪৩৫ সেট, মাস্ক বিতরণঃ ১২,৯৮৩ (বিভাগীয় কমিশনার অফিস, রংপুর হতে প্রাপ্ত)
ত্রাণ বিতরনঃ জি আর চাল ২১৭.৫০০ মেট্রিক টন, জি আর ক্যাশঃ১২,১০,০০০/-
জেলা প্রশাসক অাবু জাফর মুঠোফোনে দৈনিক অাগামীর অালোক বলেন” সরকার কতৃক গৃহিত পদক্ষেপ অনুযায়ী এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেসব কর্মসূচী হাতে নেয়া হয়েছে সেসব অব্যাহত থাকবে।
তিনি অারো বলেন মানুষের যেকোন তথ্য পাওয়ার জন্য ৩৩৩ অথবা জেলার নিজস্ব হেল্প ডেস্ক ০১৭১৩২০১৫০১ এই নম্বরে কল করে প্রয়োজনীয় তথ্য জানার বলা হয়েছে

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ