আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

ধামরাইয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন

রনজিত কুমার পাল (বাবু)

নিজস্ব প্রতিবেদক –

করোনাভাইসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অঘোষিত লকডাউন পালিত হচ্ছে। ঘোষণা করা হয়েছে ১৭দিনের সাধারণ ছুটি। এ’সময়ে অতি জরুরী ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঘরে বাহিরে সামাজিক দূরত্ব রাখার ওপর জোর দেওয়া হয়েছে।
সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় হতদরিদ্রদের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিচ্ছেন ধামরাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন সিরাজ।
নিজ গাড়ি করে দিনরাত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
রবিবার (৫ই এপ্রিল) উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ ত্রাণ বিতরণ, করে ও নিজ গাড়িতে ত্রাণ নিয়ে অসহায় হতদরিদ্রদের মাঝে বিতরণের উদ্দেশ্যেে রওয়ানা হওয়ার মুহুর্তে বলেন – করোনাভাইরাস প্রতিরোধ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিয়মিত হাতধোঁয়া অভ্যাস গড়ে তুলুন। কেউ না খেয়ে থাকবে না,আমাদের অভিভাবক ধামরাইয়ের মানণীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমদ এমপি’র নির্দেশ অনুযায়ী বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ