আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে ফোন করলেই বাড়ীতে যাবে ডাক্তার

মোঃ হৃদয় হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:

 

 

লক্ষ্মীপুরে করোনা পরিস্থিতিতে ঘর থেকে বের না হওয়া রোগীদের জন্য ভ্রাম্যমান মেডিকেল টিম গঠন করা হয়েছে। শনিবার দুপুরে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাষ্ট্রের সহযোগিতায় এবং সিভিল সার্জনের উদ্যোগে এ সেবার কার্যক্রমের উদ্বোধন করেন সিভিল ডাঃ আব্দুল গাফফার এবং পুলিশ ড. এএইচএম কামরুজ্জামান।

মেডিকেল টিমের দুটি এ্যাম্বুলেন্স নিয়ে সর্বদা প্রস্তুত থাকবে দু-জন চিকিৎসক ও এক নার্স। জরুরী প্রয়োজনে অসুস্থ্য রোগীকে হটলাইনের মাধ্যমে বাড়ী গিয়ে চিকিৎসা সেবা দিবে তারা।

এছাড়া গত তিনদিন যাবত উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সালাহ উদ্দিন টিপুর ব্যক্তি উদ্যোগে বাড়ী বাড়ী গিয়ে অসুস্থ রোগীকে চিকিৎসা দিচ্ছে ভ্রাম্যমান মেডিকেল টিম। এসময় সকলকে সচেতন থাকার পাশপাশি মেডিকেল টিমে এসে চিকিৎসা নিতে মাইকিং করে টিপু।

দুপুরে মেডিকেল টিমের উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, এনএসআই উপ-পরিচালক মানিক দে, সদর মেডিকেল অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। জেলার সকল ভুক্তভোগী রোগী এ সেবা পাবে বলে জানান সিভিল সার্জন ডাঃ আব্দুল গাফফার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ