আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

ধামরাই কৃষ্ণনগর হাসপাতালের জন্য তিনটি নেবুলাইজার মেশিন দিলেন ভাইস চেয়ারম্যান মুক্তা

রনজিত কুমার পাল (বাবু) 

ধামরাই  প্রতিনিধি

ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের কৃষ্ণনগর হাসপাতালে করোনা ভাইরাস চিকিৎসার জন্য অতি প্রয়োজনীয় তিনটি নেবুলাইজার মেশিন প্রদান করেন ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা।

শনিবার (৪ই এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমীন মুক্তা করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য প্রস্তুতকৃত ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ের কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসা
কাজে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় তিনটি নেবুলাইজার মেশিন ব্যক্তিগত ফান্ড ক্রয় করে উক্ত নেবুলাইজার মেশিন তিনটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নূর রিফফাত আরা’র নিকট হস্তান্তর করেন ।
এ’সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃঃ নূর রিফফাত আরা বলেন এ’ মুহূর্তে কৃষ্ণনগর হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত ও অন্যান্য রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজন ছিল তাই নেবুলাইজার মেশিন প্রদান করার জন্য উপজেলা ভাইস চেয়ারম্যানকে ধন্যবাদ জানান সেইসাথে মানণীয় এমপি মহোদয় ও উপজেলা প্রশাসনকেও ধন্যবাদ জানান অতি দ্রুততার সহিত কৃষ্ণনগর হাসপাতাল প্রস্তুত করার সার্বিক সহযোগিতা করার জন্য। তিনি আরো বলেন ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতালের চিকিৎসা কাজে ইনডোর, আউটডোর, ইমারজেন্সী সহ সব বিভাগ খোলা আছে। ২৪ ঘন্টা চিকিৎসা সেবা প্রদান করার জন্য চিকিৎসক প্রস্তুত আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ