আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং

নোয়াখালীর সেনবাগে পৌরসভা ও  ৬ টি ইউনিয়নে নৌকার মনোনয়ন চুড়ান্ত

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীর তালিকা চুড়ান্ত ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।

ঘোষিত তালিকায় সেনবাগ পৌরসভায় টানা তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেলেন বর্তমান মেয়র ও সেনবাগ উপজেলা আওয়ামীলীগের দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক আবু জাফর টিপু।

এছাড়াও সেনবাগ উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন।
তাঁরা হলেন-
১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোহরাব হোসেন সুমন।

৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদে নোয়াখালী জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও প্রবীণ আওয়ামীলীগ নেতা শওকত হোসেন কানন।
৪নং কাদরা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান পলাশ।

৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আজাদ হোসেন।
৮নং বীজবাগ ইউনিয়ন পরিষদে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন।

৯নং নবীপুর ইউনিয়ন পরিষদে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক খাজা খায়ের সুজন।

দলীয় প্রার্থীতা ঘোষণার পর ৩নং ডমুরুয়া ইউনিয়ন ছাড়া বাকী ৫টি ইউনিয়নের নেতা-কর্মী ও ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এবং সেনবাগ পৌরসভা সহ প্রায় ইউনিয়নে দলের বিদ্রোহী প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

ইতিমধ্যে মনোনয়ন বঞ্চিত ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মাহমুদুল হক পাঠোয়ারীর সমর্থনে ছমিরমুন্সির হাট বাজারে মঙ্গল বার বিকেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে আজ বুধবার সকালে ৪নং কাদরা ইউনিয়নের মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন ভূঁইয়া সমর্থনে বিক্ষোভ ও সমাবেশ এবং ১নং ছাতারপাইয়া ইউনিয়নে মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মজুমদারের নেতৃত্বে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৮ শে নভেম্বর সেনবাগ পৌরসভা সহ ৬ টি ইউনিয়নে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত রয়েছে নির্বাচন কমিশনের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ