আজ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে মে, ২০২৪ ইং

সিংগাইরে থেমে নেই বিদ্রোহী প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের সিঙ্গাইরে দ্বিতীয় ধাপে ১১ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

দলীয় নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্রোহীরা চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তারা রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আওয়ামীলীগ নেতা ও উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, উপজেলার জয়মন্টপ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. শাহাদাৎ হোসেন।

ওই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন ফকির ও অলি আহমেদ মোল্লা। ধল্লা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়া।

ধল্লায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সদস্য কোহিনূর ইসলাম সানি। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে জামির্ত্তায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম রাজু। ওই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন।

চেয়ারম্যান পদে চান্দহর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান শওকত হোসেন বাদল। চান্দহরে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা কৃষক লীগের সদস্য আফজাল হোসেন ও সাবেক ইউনিয়ন ছাত্র লীগ নেতা রবিউল আলম।

শায়েস্তা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার টিকেট পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মুসলেম উদ্দিন চোকদার। বিদ্রোহী প্রার্থী হিসেবে ওই ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিল করেছেন ইউনিয়ন যুবলীগের সভাপতি আঃ হালিম। চারিগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি রিপন হোসেন পেয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন।

ওই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উল-হাসান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল মাজেদ খান বলধারা ইউনিয়নে নৌকার টিকেট পেয়েছেন।

বলধারায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।

এছাড়া বলধারায় উপজেলা শ্রমিক লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম নামে একজন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জামশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিঠু নৌকার টিকেট না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুজ্জামান। জামশায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরি সদস্য মোঃ তারিকুল ইসলাম নামে আরেক নেতা বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন।

এদিকে সিঙ্গাইর সদরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাহিদুর রহমান ও তালেবপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রমজান আলী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

তবে দুই ইউনিয়নে কোন বিদ্রোহী প্রার্থী নেই। এছাড়া বায়রা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্ধিতায় দেওয়ান জিন্নাহ লাঠু দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান হতে যাচ্ছেন। গত ২১ অক্টোবর ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৫ জন, সাধারণ সদস্য পদে ৩০৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার মাহাবুব রোমান চৌধুরী।

সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ কুদ্দুসুর রহমান বলেন, দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনা বলেছেন এবার বিদ্রোহী প্রার্থী দেখতে চাই না।

তার পরও যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমারা আওয়ামী লীগ করি। নৌকা আমাদের মার্কা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ