আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং

টিম ইমার্জেন্সি”র উদ্যােগে জীবাণু নাশক স্প্রে কর্মসূচি অব্যাহত রয়েছে

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়”টিম ইমার্জেন্সি”র উদ্দোগে সপ্তম দিনের মত জনসচেতনতা তৈরির লক্ষে জীবাণু নাশক স্প্রে ও নিরাপদ দূরত্বে দাঁড়ানোর কর্মসূচি অব্যাহত রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) উপজেলার বন্দর বাসস্ট্যান্ড, মেডিকেল মোড়, মুক্তিযোদ্ধা বাজার ও রেলওয়ে স্টেশনে কার্যক্রম পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাঁধন পাটোয়ারি, সিংগিমারী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর জাহান আলী রিপনসহ টিম ইমার্জেন্সি (Team Emergency) সকল সদস্যগণ।

আয়োজক টিম ইমার্জেন্সির প্রধান সমন্বয়কারী বাপ্পি শোয়েব আহমেদ বলেন, টিম ইমার্জেন্সির (Team Emergency) স্বপ্নদ্রষ্টা পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার গণমানুষের নেতা মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের পরিকল্পানা ও নির্দেশে (Team Emergency) পাটগ্রাম ও হাতীবান্ধা ২টি উপজেলা ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পর্যাক্রমে এ কার্যক্রম পরিচালিত হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ