আজ ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৫ ইং

হাতীবান্ধায় রিক্সা ও ভান চালকদের মাঝে ত্রাণ বিতরণ

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

 

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিএনপি নেতা উজ্জ্বল পাটোয়ারী হতদরিদ্র রিক্সা ও ভান চালকদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।

শনিবার (৪ এপ্রিল) সকালে স্থানীয় শহীদ মিনারে ১২০ হতদরিদ্র রিক্সা ও ভান চালকদের মাঝে এ ত্রান বিতরণ করা হয়েছে।

লালমনিরহাট জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল নিজ অর্থায়নে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক জেলা ছাত্রদল নেতা উওম পাটোয়ারী। এছাড়াও রেজাউল ইসলাম, মহুবর রহমানসহ প্রমুখ।

মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল বলেন বলেন, দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবিলা করছে। মানুষের পেটে খাবার নেই। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। আমার নিজের উদ্যোগে আমি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছি। করোনা মোকাবিলায় সবাই কে ধৈর্য এবং নিয়ম অনুযায়ী চলাচল করার উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান।তিনি বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ