আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

আত্রাইয়ে কঠোর অবস্থানে প্রশাসন ও সেনাবাহিনী

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধি :

 

সারা দেশে সরকার অঘোষিত লকডাউন ঘোষণা করে জনগণকে ঘরে থাকার নির্দেশ দিলেও আত্রাইয়ে এটি অনেকেই মান ছিলেন না। কিছুতেই যেন কিছু হচ্ছিল না। সরকারের পক্ষ থেকে বার বার রাস্তায় না নামার জন্য নির্দেশ দেয়া হলেও এ নির্দেশনা মেনে ছিলেন না অনেকেই। ভিড় করেছিলেন আত্রাইয়ের সড়কগুলোতে ও কাঁচাবাজারসহ ডেলি বাজার গুলোতে। প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে যখন নিস্তব্ধ সারাবিশ্ব তখনও আত্রাইয়ের বিবিন্ন জণগুরুত্ব পুর্ন এলাকাজুড়ে রাস্তায় চলাচল করছিল বেশ কিছু যানবাহন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে আত্রাই উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ টহল-সহ বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কঠোর অবস্থানে আসে।

উপজেলা সদর-সহ এলাকা গুলোতে যান চলাচল এবং সামাজিক নিরাপত্তা বজায় রাখতে সকাল থেকেই প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী টহল দিতে শুরু করে। এবং যানচলাচলে কঠোর অবস্থান নেন। অপ্রয়োজন বের হলে পড়তে হচ্ছে প্রশ্নের সম্মুখে। ফলে যান চলাচলেও নিয়ন্ত্রণ আসে। ফলে হাতে গোনা কয়েকটি অটোরিকশা ভ্যান বা মোটরসাইকেল ছাড়া তেমন যান চলাচল লক্ষ্য করা যায় নি।

উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম জানান, উপজেলার জন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালত, সেনাবাহিনীর পেট্রোল টিম এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে সন্ধা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। সবার সুরক্ষা নিশ্চিত করতে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রাখতে টহল বৃদ্ধি করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকা ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছে। এছাড়াও করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ