আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

নওগাঁর সাপাহারে কর্মহীন পরিবারে খাদ্য বিতরণ করে ব্যবসায়ী

মোঃ ফিরোজ হোসাইন নওগাঁ প্রতিনিধিঃ

 

নওগাঁর সাপাহারে প্রায় ৩ হাজার কর্মহীন অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে ফিরোজ আহম্মেদ।

গত কয়েক দিন ধরে নিজের প্রাইভেটকারে করে খাদ্য সামগ্রী,মাস্ক,ছোট শিশুদের বিস্কিট,বয়স্কদের জন্য খাদ্য দ্রব্য নিয়ে তিনি সাপাহার উপজেলার ও বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নিজ হাতে এই খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছেন।

খাদ্য সামগ্রী বিতরনের বিষয়ে ফিরোজ আহম্মেদ বলেন মহামারি করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া ভিক্ষুক, ভ্যান চালকসহ নিম্ন আয়ের অসহায় পরিবারের কথা বিবেচনা করে তিনি ব্যক্তি উদ্যােগে কয়েক দিনে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ২ কেজি চাল, ১ কেজি আলু, ৫শ গ্রাম ডাল, ২শত ৫০গ্রাম তেল, ১ কেজি আটা ও একটি করে সাবান এবং যাদের মাস্ক নেই তাদেরকে মাস্ক দিয়েছেন। এই দূর্যোগে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দিয়ে পাশে দাড়ানোর জন্য তার স্ত্রী সন্তান ও পরিবার পরিজন তাঁকে সহযোগিতা ও উৎসাহ প্রদান করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ