রাশিম মোল্লা
করোনা ভাইরাসের সংকটাপন্ন অবস্থায় অসহায়, দুস্থ ও খেটে খাওয়া ৬০ পরিবারের মধ্যে আলালপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ খাদ্যসামগ্রী বিতরন করছে। শুক্রবার নবাবগঞ্জ উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের আলালপুর জামে মসজিদ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীতে ছিল চাল ১০ কেজি, ডাল- ২ কেজি আলু-২ কেজি পেয়াজ-১ কেজি তেল-১ কেজি, সাবান, মাস্ক ১ পিছ। সংগঠনের সভাপতি মো. ফজলুল করিম ও সেক্রেটারি মো. ওমর ফারুক বলেন, সংগঠনের সদস্যদের চাঁদা ও এলাকার প্রবাসী ভাইদের সহায়তায় এই খাদ্য সামগ্রী সংগ্রহ করা হয়।প্রতিটি এলাকার মানুষজনকে মহামারীর এই সময় খেটে খাওয়া মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। আমাদের অনুরোধ যার যতটুকু সামর্থ্য আছে দেশের এই পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাড়ান। আমাদের এই ক্ষুদ্র কর্মকাণ্ড দেখে অন্যরা যদি প্রভাবিত হয় তবে বেঁচে যাবে খেটে খাওয়া মানুষ।