আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

সাভারে সকল বেসরকারি হাসপাতাল খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

 

সাভার উপজেলার সকল বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা।

তিনি জানান, সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলার সকল বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে সকল প্রতিষ্ঠান খোলা রাখবে না তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবেন তিনি।

তিনি আরও বলেন, আজ শুক্রবার (৩ এপ্রিল) থেকেই ভ্রাম্যমান আদালত পরিচালনা শুরু করা হবে। স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল কর্মকর্তা ও কর্মচারীদের পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) গাইডলাইন অনুয়ায়ী নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ