আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে ট্রলারডুবি: অজ্ঞাত আসামি করে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের তুরাগ নদে ট্রলারডুবির ঘটনায় অজ্ঞাত বাল্কহেডের মাস্টার ও চালকের বিরুদ্ধে অবহেলা জনিত হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

এর আগে রোববার (১০) অক্টোবর রাতে আমিনবাজার নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক হাফিজ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

সাভার মডেল থানা পুলিশ জানায়, গত শনিবার (০৯ অক্টোবর) ভোর ৫ টার দিকে একটি ট্রলার ১৮ যাত্রী নিয়ে আমিন বাজার থেকে গাবতলীর কয়লা ঘাটে যাওয়ার সময় দ্রুত গতির বাল্কহেড ধাক্কা দেয়। এসময় ১৮ যাত্রীসহ ট্রলারটি ডুবে গেলে ১১ যাত্রী সাঁতার দিয়ে তীরে ওঠেন। নিখোঁজ হয় শিশুসহ ৭ জন। ঘটনার দিন ৩ জন পরদিন রবিবার ২ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রোবার রাতে অজ্ঞাত ওই বাল্কহেডের মাস্টার ও চালকের বিরুদ্ধে অবহেলা জনিত হত্যা মামলা দায়ের করেন আমিন বাজার নৌ-পুলিশ। মামলা দায়ের পর আজ সোমবার বাকি দুই জন মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ট্রলার ডুবির ঘটনায় নৌ-পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অজ্ঞাতনামা ওই বাল্কহেড শনাক্তের চেষ্টাসহ এর মাস্টার ও চালককে আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ