নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভারের ট্রলার ডুবির ঘটনায় জেসমিন (০৩) নামের আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে নিখোঁজ মোট সাত জনের মরদেহ উদ্ধার করা হলো।
সোমবার (১১ অক্টোবর) দুপুর ২ টার দিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর নিচ থেকে জেসমিনের মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার থেকে ভাসতে ভাসতে মুক্তারপুরে যায় শিশু জেসমিন
মৃত জেসমিন সিলেট জেলার শফিকুলের মেয়ে। তার মা রুপায়নের মরদেহ দুপুরে উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় শফিকুলের স্ত্রী রুপায়ন, তার মেয়ে জেসমিন, ছেলে আরমান ও রুপায়নের বোন সোয়ালা মারা যায়।
সাভার নৌ থানা পুলিশ জানায়, দুপুরে মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিজের নিচ থেকে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের খবরের ভিত্তিতে শিশু জেসমিনের মরদেহ উদ্ধার করেন। সেখান থেকেই জেসমিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমিনবাজার নৌ- থানার পরিদর্শক আলমগীর শেখ বলেন, সর্বশেষ নিখোঁজ জেসমিনের মরদেহ মুন্সিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস জানিয়েছেন। আমরা তার পরিবারের সদস্যদের খবর দিয়েছি। সেখান থেকে মরদেহ গ্রহণ করার জন্য বলা হয়েছে। নিখোঁজ মোট সাত জনেরই মরদেহ উদ্ধার হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার (০৯ অক্টোবর) ভোরে সাভারের আমিনবাজার তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়।
এসময় ৭ জন নিখোঁজ হলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুই জন মা রুপায়নের মরদেহ রাজধানীর বসিলা ও মেয়ে জেসমিনের মরদেহ মুন্সিগঞ্জের মুক্তারপুর ব্রিরিজের নিচ থেকে আজ দুপুরে উদ্ধার করা হয়।