নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিঙ্গাইরে স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ হানিফ ওরফে টিটু(৩৮)নামে এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর এলাকার ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হানিফ ওরফে টিটু ঢাকার মীরপুরের মান্নান মিয়ার ছেলে। তিনি সিঙ্গাইর পৌরসভার ইরতা এলাকার করিম হাজীর বাড়িতে ভাড়া থাকতেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা জানান, শুক্রবার বিকেলে ইসলাম নগর সেতুতে স্ত্রী শাম্মী আক্তারকে নিয়ে মোহাম্মদ হানিফ ঘুরতে যায়। এসময় শাম্মী আক্তার সেতুর রেলিং থেকে ছিটকে ধলেশ্বরী নদীতে পড়ে যায়।
স্বামী মোহাম্মদ হানিফ স্ত্রীকে উদ্ধার করতে নদীতে ঝাঁপ দিয়ে তিনিও পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শাম্মী আক্তারকে জীবিত উদ্ধার করে। তবে মোহাম্মদ হানিফের খোঁজ না পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবরি দল সন্ধ্যা সাড়ে ৬টায় মোহাম্মদ হানিফের লাশ উদ্ধার করেন।