প্রিন্স ঘোষ, বিশেষ প্রতিনিধি:
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় উন্নত অনেক দেশ এখন পুরোপুরি লকডাউন এ রয়েছে। ব্যতিক্রম হয়নি বাংলাদেশেও । বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে থমকে গেছে জন জীবন। সবচাইতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। সরকারি এবং বেসরকারি ভাবে অনেক প্রতিষ্ঠান তাদের এই দূর্দিনে হাত বাড়িয়ে দিয়েছে। সাভার এফ-২০ সার্কেল নামে একটি সংগঠন প্রায় এক শত ত্রিশ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে। শুক্রবার বিকেলে সাভার সিটি সেন্টারের পেছনে বন্ধন রেস্টুরেন্টের নিচে ত্রান বিতরনের এই কার্জক্রম চালানো হয়। সেখানে উপস্থিত ছিলেন সাভার এফ-২০ সার্কেল এর সদস্যবিন্দরা। এই ব্যাপারে সাভার এফ-২০ সার্কেল এক সদস্য বলেন ‘দেশের এই পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষদের জন্য কিছু করার চিন্তাভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া, এমন উদ্যোগ আরো নিতে চায় বলেও জানান সংগঠনটির সেই সদস্য’’। তিনি আরো জানান, বরাবরি তারা এই রকম কার্জক্রম চালিয়ে আসছে, প্রতি শীতে তারা নিম্ন আয়ের মানুষদের কম্বল বিতরন সহ আরো অনেক সামাজিক কাজ করে থাকে। ত্রান পাওয়া একজন রিকশাচালক চুন্নু মিয়া জানান,করোনাভাইরাসের কারনে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয় রোজগার অনেক কমে গিয়েছে , যা ইনকাম করে তাতে সংসার চালানো প্রায় অসম্ভব। তাই এই ত্রান পাওয়াতে তাদের অনেক উপকার হয়েছে।