মোঃ হৃদয় হোসেন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
দেশব্যাপি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের অংশ হিসেবে সরকারী নির্দেশনা অমান্য করে রাস্তা ঘাটে অযথা ঘুরাঘুরি ও গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালত লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় অভিযান চালিয়ে ২৪ টি মামলা দায়ের করে মোট ১৯ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল এই অভিযানের নেতৃত্ব দেন।
উপজেলা পরিষদের একটি সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধকল্পে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় গাড়ি বের করা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করায় উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদেয়ান আরমান শাকিল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।
এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় গাড়ি বের করায় মোটরসাইকেল, পিকআপ, কার্ভাড ভ্যান, বিভিন্ন যানবাহন কে আটক করে। ২৪টি মামলা পরিচালনা করে সর্বমোট ১৯, ৫৫০ টাকা জরিমানা করা হয়। এসময় সকলকে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য অনুরোধ জানানো হয়।