মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সদরচালা এলাকা থেকে ১০কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সদরচালা এলাকার নিজ বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার সদরচালা এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে কামরুল ইসলাম (৫০)।
পুলিশ জানায়, উপজেলার সদরচালা এলাকায় কামরুল ইসলামের বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এবসময় কামরুল ইসলামের বাড়ি থেকে ১০কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক দাম ২ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার জানান, মাদক কারবারিকে আজ বুধবার দুপুরে গাজীপুর জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।