নিজস্ব প্রতিবেদক :
ঢাকার সাভার থেকে ৭ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ১ নারী মাদক বয়বসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৪। মঙ্গলবার(০৬ অক্টোবর) রাতে সাভারের পশ্চিম রাজাশন ডেল্টার মোড়ে সাভার পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির পালোয়ান এর ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব -৪ এর একটি দল।
গ্রেফতারকৃত হলেন, মুন্সীগঞ্জ জেলার মোছাঃ রুমা আক্তার(৩৭)। এসময় তার কাছ থেকে ৭ লাখ টাকা মূল্যের ৭৭ গ্রাম হেরোইন ও ২টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে হেরোইন সংগ্রহ করে সাভার,আশুলিয়া সহ আশেপাশের এলাকায় খুচরা দামে বিক্রি করত।
র্যাব ৪ এর অপস অফিসার এএসপি মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামীকে আটক করে সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।