নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সিঙ্গাইরে বজ্রপাতে রতন মিয়া(৩৫) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার(৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের কানাই নগর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত রতন মিয়া সিরাজগঞ্জের রবিপুর এলাকার ইদ্রিস আলীর পুত্র। তিনি কানাই নগর গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে ধান কাটার কাজ করতেন। এ ঘটনায় বাচ্চু মিয়া নামে ওই কৃষক আহত হয়েছেন। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শায়েস্তা ইউনিয়নের কানাই নগর চকে মঙ্গলবার দুপুরে ৩ শ্রমিক ধান কাটতে ছিলেন। এসময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
বজ্রপাতে রতন মিয়া নামে এক ধান কাটা শ্রমিক নিহত হন। এদিন বাচ্চু মিয়া নামে আরেক কৃষক আহত হয়েছেন। বাচ্চু মিয়া বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।