আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

 

সাভারের সিএন্ডবি এলাকায় একটি শাখা সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ পরে থাকতে দেখা যায়।

শুক্রবার (০৩ এপ্রিল) বেলা ৩টা ২০ মিনিটের দিকে সিএন্ডবি-আশুলিয়া সড়কের অরুণাপল্লী এলাকায় মরদেহটি দেখতে পাওয়া যায়।
পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা যায়।

স্থানীরা জানান, শুক্রবার দুপুরে কোনো এক সময় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কায় নিহত হয়। পরে আরেক অটোরিকশা তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেবার সময় মৃত্যু হলে। সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দৈনিক আগামী সংবাদকে বলেন, খবর পেয়ে আমাদের ফোর্স সেখানে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ