আজ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই জুন, ২০২৩ ইং

অতন্দ্র ফাউন্ডেশন খাবার পৌঁছিয়ে দিচ্ছে দিন মজুরদের ঘরে ঘরে 

আব্দুল্লা আল মামুন

গ্রিন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

করোনা ভাইরাসের (কভিড ১৯) কারণে দেশ জুড়ে চলছে এক মহামারি। আর এই সময় সব চেয়ে দুর্ভোগ পোহাচ্ছে দিনমজুর মানুষেরা। এর মধ্যেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজাগ তরুন তরুনী ব্যস্ত দিনমজুরদের বাসায় খাবার পৌছিয়ে দিতে। রাজধানী ঢাকাসহ তাদের আরো দুইটি শাখা কাজ করছে গাজীপুর ও কুমিল্লাতে। এই সংস্থার একজন সদস্য নাহিদ সুলতানা নদীর সাথে কথা বললে তিনি বলেন ২০১৭ সাল থেকে তাদের এই ফাউন্ডেশনের যাত্রা শুরু তারা বিভিন্ন সময়ে নানা ধরনের সেবামূলক কাজ করেছেন সেই ধারাবাহিকতায় দেশের এই মহামারীর মধ্যে তারা তাদের এই সংগঠন থেকে যতটা সম্ভব তারা মানুষকে সাহায্য করছে। তিনি আরো বলেন দেশের সব মানুষকে নিজে সচেতন হতে হবে আর অন্যকে ও সচেতন করতে হবে। করোনার সংক্রমণ থেকে বাচতে হলে সবাইকে একসাথে মোকাবেলা করতে হবে । এছাড়াও এই ফাউন্ডেশনের রয়েছে দুইটি স্কুল ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও গাজীপুরে যেখনে ৬০ এর অধিক সুবিধাবঞ্চিত বাচ্চাদের সম্পন্ন ফ্রিতে পড়ানো হয়

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ