আজ ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই নভেম্বর, ২০২৪ ইং

এডভোকেট মারুফ বিন জাকারিয়া গরীবদের  ঘরে ঘরে ত্রাণ বিতরন করেন

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধি :

 

রায়পুর উপজেলার সাবেক ছাত্রলীগ এর সভাপতি এড.মারুফ বিন জাকারিয়া সকল গরীব দুঃখী অসহায় মানুষদের ঘরে ঘরে ত্রাণ দিয়ে আসছে
তিনি রায়পুর উপজেলার ভাইস চেয়ারম্যান

করোনাভাইরাস এর জন্য ত্রাণ বিতরন করেন,
মারুফ ভাই এক ছুটে চলা এক যোদ্ধা তিনি
সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করছে যারা এখনো কিছুই পায়নি তাদের ঘরে ত্রাণ পৌঁছতে। আর অনলাইনের অনুরোধ গুলোও পূরন করতেছে । স্মরন করুন, নিশ্চিত থাকেন পৌঁছে যাবো আপনার দুয়ারে,
অসহায় ও হত দরিদ্র মানুষের জন্য অসহায় জনতার নেতা মারুফ বিন জাকারিয়া সকল মানুষদের সব সময় সুখ দুঃখের সাথী তার উপরে রায়পুরের সকল মানুষ অনেক বরসা রাখেন,
তিনি সব সময় এমন ভাবে সকল মানুষের পাসে দাড়ান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ