আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

দুইশ পরিবারের দায়িত্ব নিলো সাভার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি

প্রিন্স ঘোষ

 

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় উন্নত অনেক দেশ এখন পুরোপুরি লকডাউন এ রয়েছে। ব্যতিক্রম হয়নি বাংলাদেশেও । বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এতে থমকে গেছে জন জীবন। সবচাইতে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের। সরকারি এবং বেসরকারি ভাবে অনেক প্রতিষ্ঠান তাদের এই দূর্দিনে হাত বাড়িয়ে দিয়েছে। সাভার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি সাভারে প্রায় দুই শত পরিবারের দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সকাল দশ ঘটিকায় সাভার বঙ্গবন্ধু চত্তর সংলগ্ন সাভার মুক্তি ক্লিনিকের সামনে ত্রান বিতরনের এই কার্জক্রম চালানো হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ত্রান ও দূর্যোগ পুনরবাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এবং সাভার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্যবিন্দরা। এই ব্যপারে সাভার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক বাবু রাধা কান্ত ঘোষ বলেন, ‘’দেশের এই পরিস্থিতিতে সবাইকে এক সাথে কাজ করতে হবে। এক জন আরেক জনের পাশে দাঁড়াতে হবে তবেই করোনাভাইরাস নামের এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব’’। তিনি আরো জানান, করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোঁয়ার অভ্যাস তৈরি করা জরুরী তাই তারা সবাইকে একটি করে সাবান দিয়েছেন। ত্রান পাওয়া একজন রিকশাচালক মোঃ সাইফুল জানান,করোনাভাইরাসের কারনে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয় রোজগার অনেক কমে গিয়েছে , যা ইনকাম করে তাতে সংসার চালানো প্রায় অসম্ভব। তাই এই ত্রান পাওয়াতে তাদের অনেক উপকার হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ