মজিদুল হক লালমনিরহাট(সদর)
করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে লালমনিরহাট সদর উপজেলাধীন হারাটি ইউনিয়নের নায়েকগড় ও তালুক হারাটি (মালিটারী)তে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
হারাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা অাওয়ামীগের সাবেক দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকারের উদ্যোগে স্প্রে কার্যক্রম চালানো হয়। এতে অত্র মৌজার তরুনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি পরিচালিত হয় এবং গ্রামের বয়োজ্যেষ্ঠরা এই এধরনের কার্যক্রমকে সাদুবাদ জানান।
দৈনিক অাগামীর অালোর সঙ্গে একান্ত সাক্ষাতকারে সিরাজুল হক খন্দকার জানিয়েছেন ” করোনাভাইরাস বর্তমানে একটি বৈশ্বিক দুর্যোগ এই মহামারী মোকাবেলা বাংলাদেশ সরকারের গৃহিত পদক্ষেপ অবশ্যই সঠিক সিদ্ধান্ত এবং এই ভাইরাস প্রতিরোধে হারাটিতে ব্যাপকভাবে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।