আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

যশোর সদর উপজেলার উপনির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র জমা

মাহমুদুল হাসান, যশোর সদর প্রতিনিধি :

যশোর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন প্রার্থী। বিএনপির কোনো প্রার্থী এদিন মনোনয়নপত্র জমা দেননি বলে জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে।

সোমবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার হুমায়ুন কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জাতীয় পার্টি মনোনীত নুরুল আমিন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান কাকন মৃধা।

তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই হবে আজ মঙ্গলবার। আপিল করার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি হবে ১৮ সেপ্টেম্বর। ১৯ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

প্রতীক বরাদ্দ হবে ২০ সেপ্টেম্বর। আগামী ৭ অক্টোবর বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।উল্লেখ্য, গত ৩ জুন সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যু হলে পদটি শূন্য হয়।

এদিকে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন জানিয়েছেন, তাদের দল যশোর সদর উপজেলা নির্বাচনে অংশ নেবে না। এ কারণে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ