আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বরিশারে করোনাভাইরাস পরীক্ষার ল্যাব চালু করা হচ্ছে ৭২ ঘণ্টার মধ্যে

খান ইমরান , বরিশাল

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) করোনাভাইরাস পরীক্ষার জন্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে ল্যাব চালু করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম ।

এ সময় তিনি সব চিকিৎসককে কর্মস্থলে যথাযথ দায়িত্ব পালন করার জন্য শেবাচিম হাসপাতালের পরিচালক ও জেলা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার শীর্ষ কর্মকর্তদের সঙ্গে এক সভায় তিনি এসব নির্দেশনা দেন।

সভায় প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম করোনাভাইরাস শনাক্ত করার জন্য পিসিআর (পলিমার চেইন রিঅ্যাকশন) যন্ত্র আগামী তিনদিনের মধ্যে চালু করার জন্য সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে বলেন।

সভায় প্রতিমন্ত্রী ১০ টাকা কেজি দরে চাল বিক্রির বর্তমান চিত্র আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার কাছে উপস্থাপন করার জন্য জেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন ও জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, সভায় প্রতিমন্ত্রী পিসিআর যন্ত্রটি যত দ্রুত সম্ভব চালু করার তাগিদ দিয়েছেন। প্রতিমন্ত্রীর নির্দেশনায় আমরা পিসিআর যন্ত্রটি স্থাপনের কাজ দ্রুত চালিয়ে যাচ্ছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ