আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

সাভারে দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

 

সাভার পৌর এলাকায় প্রায় ২০০ অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সাভার পৌর আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: সাহিদুল ইসলাম সাহিদ।

বুধবার (১ এপ্রিল) দুপুরে সাভার পৌসভার ৪ নং ওয়ার্ডের কাজি মুকমা পাড়া এলাকা এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে, গত দুই দিন ধরে সাভার পৌর এলাকার বিভিন্ন স্থানে দুস্থ, অসহায়, গরীব ও ছিন্নমূল মানুষদের মাঁঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

সাভার পৌর আওয়ামীলীগের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: সাহিদুল ইসলাম সাহিদ বলেন, যারা করোনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ও দুস্থ, অসহায়, ছিন্নমূল, আর্থিকভাবে অস্বচ্চল ও নিম্ন আয়ের মানুষের মাঝে আমরা ত্রান সামগ্রী বিতরণ করছি। আজ দুইদিন যাবৎ আমি অসহায় মানুষের মাঝে চাল, ডাল, আলুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করে আসচ্ছি। আমরা আগামীতে আরও ত্রাণ সামগ্রী বিতরণ করবো।

উপস্থিত ছিলেন- সাভার বিশ্ববিদ্যালযের ছাত্রলীগের সভাপতি অমিত দত্তসহ আরও নেতৃবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ