আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাবা ও ছেলের মৃত্যু

মাহমুদুল হাসান, যশোর সদর প্রতিনিধি:

জেলার চৌগাছায় সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার সিংহঝুলী গ্রামের হাদিউজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের মধু দাস (৪৬) ও তার ছেলে সাগর দাস (২৫)।
স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার দিন সকালে মধু দাস হাদিউজ্জামানের বাড়ির সেফটিক ট্যাংক পরিস্কার করতে নামেন। এ সময় বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে ট্যাংকের ভেতরেই পড়ে যান তিনি। খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন তার স্ত্রী সন্তান। এসময় বাবাকে উদ্ধারে ছেলে সাগর দাস ট্যাংকে নামলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন।

ফায়ার সার্ভিস যশোর অঞ্চলের সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার জানান, মুঠোফোনে খবর পাওয়ার সাথেই সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়। টিম লিডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে সেফটিক ট্যাংক থেকে বাবা ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ট্যাংকের বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসালাম সবুজ জানান, বাবা ছেলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ