আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

মণিরামপুরে মা-মেয়ে আত্মহত্যা ঘটনায় স্বামী রিমান্ডে

মণিরামপুর যশোর,প্রতিনিধি :

মণিরামপুরে মা-মেয়ে আত্মহত্যার ঘটনায় কনার মন্ডল রিমান্ডে মণিরামপুরে একই রশিতে মা-মেয়ের আত্মহত্যা প্ররোচনার মামলায় আটক কনার মন্ডলকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামি কনার মন্ডল মণিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের ননি গোপাল মন্ডলের ছেলে। গতকাল সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা গেছে, চার বছর আগে আসামি কনার মন্ডল অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের ভগীরথ মন্ডলের মেয়ে পিয়া মন্ডলকে বিয়ের করেন। দাম্পত্য জীবনে আদ্রিতা মন্ডল কথা নামে তিন বছর বয়সের একটি মেয়ে সন্তান ছিল। আসামি কনার মন্ডল নারী আসক্ত হওয়ায় তাদের দাম্পত্য কলহ লেগেই থাকতো। যে কারণে স্বামী কনার মন্ডল প্রায়ই পিয়াকে আত্মহত্যা করতে অথবা তার বাবার বাড়ি চলে যেতে বলতেন। গত ৭ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর পরকীয়ার বিষয় নিয়ে তাদের দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রান্না ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার জন্যে প্ররোচনা করেন স্বামী কনার মন্ডল। এরপর স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে মণিরামপুর থানা পুলিশ মা-মেয়ের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্যে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এই ঘটনায় চন্দন কুমার মন্ডল বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে কনার মন্ডলের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা করেন।
এর আগে মা-মেয়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়রা অভিযুক্ত কনার মন্ডলকে আটক করে পুলিশে সংবাদ দেয়। মণিরামপুর থানা পুলিশ এসে কনার মন্ডলকে আটক করে। ৮ আগস্ট আটক কনার মন্ডলকে সাতদিনের রিমান্ড চেয়ে যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই আতিকুজ্জামান। গতকাল সোমবার শুনানি শেষে বিচারক তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ