গোলাম সারওয়ার সজলঃ
বৈশ্বিক দূর্যোগ ও মহামারী” করোনা ভাইরাস “কভিট-১৯ প্রতিরোধ ও সচেতনা সৃষ্টি এবং গরিব অসহায় মানুষের মাঝে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শাহাদাত হোসেন খান
রবিবার ও সোমবার আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় বিশেষ করে ধামসোনা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, বাইপাইল ব্রিজ, বাইপাইল মসজিদ, উত্তর গাজীরচট, দক্ষিন গাজীরচট, বগাবাড়ি বাজার, জামগড়া সহ বিভিন্ন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষের মাঝে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় আশুলিয়া থানা অধীনস্থ বিভিন্ন এলাকার চাল, ডাল, লবন,আলু, পেঁয়াজ এবং নগদ অর্থ, কাওকে ৫০০ কাওকে ১০০০ টাকা করে ও কনোরা ভাইরাস প্রতিরোধ মূলক বিভিন্ন সামগ্রী বরাদ্দ দেওয়া হয়।
এসময় সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে আমার ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন ধরণের উদ্যোগ নিয়েছি।এর ধারাবাহিকতায় দুইদিন ব্যাপি বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছি। এছাড়াও আমার এই কার্যক্রম অব্যহত থাকবে। সেই সাথে সমাজের যার যার অবস্থান থেকে যতটুকো সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।