আজ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৪ ইং

চান্দিনায় ফ্রী টিকা রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

মনোবল আর মানসিক শক্তি থাকলে শত ব্যক্তিগত ব্যস্তার মাঝেও সমাজ,দেশ বা রাষ্ট্রের জনগণের জন্য সেবা মূলক হাত বাড়িয়ে দেওয়া যায়।এই উদাহরণ কে মাথায় নিয়ে আজকে চান্দিনার কামারখোলা গ্রামে মরহুম আলহাজ্ব এম এ লতিফ ট্রাস্ট্রের আয়োজনে স্বেচ্ছায় বিনামূল্যে কোভিড ১৯ ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ক্যাম্পিং এর শুভ সূচনা হল।

উক্ত গ্রামবাসী স্বাস্থ্যবিধি মেনে সারিবদ্ধ ভাবে শৃঙ্খলার সহিত কোভিড ১৯ ভ্যাকসিন গ্রহণ করার জন্য এই আয়োজনে স্বস্তঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।আজ ১০/০৮/০২১ রোজ মঙ্গলবার প্রায় দেড় শত লোক রেজিষ্ট্রেশন সম্পন্ন করেন।

মরহুম আলহাজ্ব এম এ লতিফ ট্রাস্ট্রের সদস্য সচিব মোঃ খোরশেদ আলম জানান, কামারখোলা গ্রামবাসীকে শতভাগ রেজিষ্ট্রেশনের আওতায় আনাই বর্তমানের করোনা পরিস্থিতিতে ট্রাস্টের একমাত্র লক্ষ্য।

এই ফ্রী রেজিষ্ট্রেশন ক্যাম্পিং এর শুভ সূচনা লগ্নে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন দোল্লাই নবাব সরকারি কলেজের প্রফেসর মোঃ ওসমান গণি, কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স জামে মসজিদ কমিটির সহ সভাপতি মোঃ আলমাছ,কামারখোলা ফোরকানিয়া মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক মোঃ শফিক মিয়াসহ কামারখোলা যুব সমাজের প্রতিনিধি হৃদয়, তারেক,সাইদ,রবিউল,সানি, সাইফুল, ইমাম,মাসুমসহ আরও অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ