আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে পৌর মেয়র এর উদ্যােগে চাল বিতরণ

আনিসুর রহমান দিপু,  বিশেষ প্রতিনিধি 

 

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনির নিজস্ব তহবিল থেকে চাল বিতরণ হরা হয়েছে।

ঢাকার সাভার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গত কয়েক দিন ধরেই দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করছেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।

গতকাল রবিবার সাভার পৌরসভার ৬নং ওয়ার্ডের জনগনের মাঝে প্রায় ৩০ বস্তা চাল বিতরণ করে।

সোমবার (৩০ মার্চ) সকালে সাভার পৌরসভার ৫নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রায় ৫১ বস্তা চাল বিতরণ করে পৌর মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সহসভাপতি নুর মোহাম্মদ নুরু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন দিল, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আহম্মেদ রুবেল, সাভার মডেল থানার পুলিশ এসআই আই নুর খাঁন।

পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনি বলেন, তার নিজ উদ্যোগে সাভার পৌরসভার প্রতিটি ওয়ার্ডে চাল বিতরণ করা হবে।

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন বলেন, তার পিতা পৌর মেয়র তাই তাদের কিছু দায় দায়িত্ব রয়েছে। তিনি আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সকল নেতা কর্মিদের প্রতি আহবান জানান যার যার অবস্থান থেকে সহযোগীতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য। করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় ও দরিদ্র মানুষ যারা ঘরে রয়েছে। তারা দিন মুজুর বাহিরে তাদের কাজ নেই। ঘরে বসা। তাদের খাবারের জন্য এই চাল বিতরণ চলছে। তিনি আরও বলেন আল্লাহ মালিক বাংলাদেশের জনগনকে হেফাজত করুক। এবং আপনারা সবাই সর্তক থাকবেন। পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। নিজে সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন। প্রতিদিনই অসহায় ও দরিদ্রদের জন্য তাদের চাল বিতরণ চলবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ