আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ছিনতাইকারীর কবলে সাংবাদিক

মেহেদী হাসান,বিশেষ প্রতিনিধি:

আশুলিয়া থানাধীন বারইপারা সিমানা এবং আংশিক কাশিমপুর থানার অন্তগত বাংলাদেশ বেতার (বাড়ইপারা)কেন্দ্রের পাশেই ঘটেছে এমন ঘটনা।গতকাল রাতে চ্যানেল এস এর কাশিমপুর প্রতিনিধি ও রুপান্তর বাংলা আইপি টিভির স্টাফ রিপোর্টার মোঃ বিল্লাল হোসেন পেশাগত দায়িত্ব পালনশেষে বাসায় ফেরার পথে আগ থেকেই উত পেতে থাকা একদল ছিনতাইকারী প্রথমে একটি বাইসাইকেল দিয়ে গতিরোধ করলে মোটরসাইকেল ব্রেক করে পরে ৪ জন ছিনতাইকারী তাদেরকে চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে তাদের কাছে ১টি ব্যাগসহ২ টি মোবাইল ফোন একটি ক্যামেরা চ্যানেল এস এর লোগো সহ মাইক্রোফোন একটি প্রেনডাইব, মডেম সহ আনুষঙ্গিক জিনিস ছিনিয়ে নিয়ে যায়।এ সময় জিরানী বাজারে পুলিশের চেক পোস্টে কতব্যরত কাশিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক শেখ জলিলকে অবগত করলে তিনি সহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।এলাকাবাসী জানান ঈদরে আগেও এখানে ৬ জনকে কুপিয়ে মারাত্মক জখম করে তাদের সবকিছু লুটে নিয়েছে ছিনতাইকারীরা।তারা আরও বলেন দুই একদিন পরপরই এমন ঘটনার কথা শোনা যায়। এলাকাবাসীর দাবি এখানে সবসময় পুলিশ থাকলে এমন ঘটনা ঘটবেনা আর সাধারণ পথচারীরা বিপদ মুক্ত হবে আশাকরি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ