আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

করোনা সংক্রমণ ঠেকাতে দোহারে যৌথ বাহিনীর অভিযানঃ হোম কোয়ারেন্টাইন না মানায় অর্থদন্ড

দোহার নবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দোহারের বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। মহামারি করোনা ভাইরাস বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়ছে। যার ফলে সাড়া দেশে চলছে অঘোষিত লকডাউন। তার ধারাবাহিকতায় ব্যাপক তৎপর দোহার উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যরা। এ সময় সেনা সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক ফেস্টুন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে। এছাড়াও দোহারের প্রতিটি বাজারে ও গ্রামে গ্রামে মাইকিং করে সকলকে সচেতন করা হয় এবং সকলকে ঘরে অবস্থান করার আহবান জানানো হয়। অভিযানকালে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে কয়েকটি প্রবাসীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হোম কোয়ারেন্টাইন না মানায় একজনকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব জ্যোতি বিকাশ চন্দ্র এর মোবাইল কোর্ট এই দন্ড দেন।
শুক্রবার দুপুরে হোম কোয়ারেন্টাইন মানছে না এমন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িতে একাধিক কক্ষ থাকা সত্ত্বেও উক্ত প্রবাসী স্ত্রী এবং সন্তান সহকারে একই কক্ষে অবস্থান করছেন। ফলশ্রুতিতে জরিমানার পাশাপাশি সম্পূর্ন বাড়ি লকডাউন করার নির্দেশ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর রাশাদ, দোহার থানার উপ-পুলিশ কমিশনার মাসুম, দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ