আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সচেতন হচ্ছে অনেক মানুষ

প্রিন্স ঘোষ

 

করোনাভাইরাসকে অনেকে যেমন তোয়াক্কাই করছে না আবার অপর দিকে অনেকেই আবার নিজে সচেতনভাবে চলছে এবং অন্যকে সচেতন করার চেষ্টা করছে । সাভার ড্রেন মার্কেট সংলগ্ন কিছু দোকানে দেখা গেছে তেমনই কিছু চিত্র । সেখানে গিয়ে দেখা যায় তারা রাস্তায় রঙ দিয়ে কিছু জায়গা নির্দিষ্ট করে দিয়েছে যাতে দোকান থেকে কিছু কেনার সময় মানুষ দূরুত্ব বজায় রাখে যাতে ভাইরাস সংক্রমিত হতে না পারে। সাভার আড়াপাড়া ও ব্যংক কলোনীর কিছু দোকানে ও দেখা যায় একই চিত্র। সেখানেও নির্দিষ্ট করে দেওয়া হয় মানুষ দাঁড়ানোর জায়গা । এই বিষয়ে এক দোকাদার আগামীর সংবাদকে বলে ‘’এই পরিস্থিতি মোকাবেলা আমাদেরকেই করতে হবে তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে নিজের জায়গা থেকে। করোনা যেহেতু ছোঁয়াচে রগ তাই সামাজিক দুরুত্ত বজায় রাখাটা অনেক জরুরি, যেহেতু মানুষজকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিন্তে আমাদের দোকানে আসতে হয় তাই এখান থেকে এই সংক্রামক ভাইরাস খুব সহজে ছড়াতে পারে তাই নিজের দায়িত্ববোধের জায়গা থেক এই উদ্যোগ নিয়েছি’’।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ