আজ ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৫ ইং

করোনা ভাইরাস : সরকারি আদেশ মানছে না জনসাধারণ

প্রিন্স ঘোষ

 

করোনাভাইরাসের কারণে সব কিছু বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার কিন্তু অনেকে যেন তোয়াক্কাই করছে না এই নির্দেশনা। অনেকে আবার সকালে ও বিকালে দুইবেলা করে হাটতেও বের হচ্ছে। আজ ২৯ মার্চ রোজ রবিবার সাভার নামা বাজার পঞ্চবটী আশ্রমে তেমনই কিছু মানুষের সংগে কথা হয় আগামীর সংবাদ। এর মধ্যে অনেকেই যুক্তি দেখিয়েছে যে শরীর ঠিক থাকলে তাদের করোনাভাইরাস আক্রান্ত করতে পারবে না আবার অনেকে বলছেন করোনা ভাইরাস সবাইকে সংক্রমণ করে না। অনেক জায়গায় রিতিমতো চায়ের আড্ডাও চলছে। মানুষকে ঘরে রাখতে সারাদিনভর চলছে পুলিশি টহল কিন্তু তা তোয়াক্কা না করেই অনেকে রিতিমতো বাইরে বের হচ্ছে বিনা প্রয়োজনে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ