আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

আশুলিয়ায় অপহরণের ৮ ঘন্টা পর উদ্ধার, আটক ২

আশুলিয়া প্রতিনিধি

 

ঢাকার আশুলিয়ায় অপহৃত এক কাপড় ব্যবসায়ীকে অপহরনের ৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ নিতে আসা দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৭ টায় আশুলিয়ার পলাশবাড়ি এলাকার হাজী রমজান আলীর মালিকানাধীন বাড়ির নিচ তলার একটি কক্ষ থেকে অপহৃত কাপড় ব্যবসায়ী আজিজুল ইসলামকে(৩২) উদ্ধার করা হয়। আজিজুল ইসলাম আশুলিয়ার গাজীরচটের বাসিন্ধা ও জামগড়ায় কাপড়ের ব্যবসায় করছেন।

আটক দুই অপহরণকারীরা হলো- পিরোজপুর জেলার কাউখালি থানার বেকুদিয়া গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে জাহিদুল ইসলাম(২২(। অপরজন নবাবগঞ্জের সন্তোষ সরকারের ছেলে সীমান্ত সরকার(২০(।

উদ্ধারকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই ওহিদ বেপারী জানান, আজ ( ২৯ মার্চ) দুপুরে আশুরিয়া বাইপাইল থেকে চার অপহরণকারী প্রাইভেটকারে ব্যবসায়ী আজিুল ইসলামকে তুলে নিয়ে যায়। পরে তাকে বেদড়ক মারধর করে পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারী। বিকাশে ৫ হাজার টাকা দেয়া হয়। বিষয়টি আশুলিয়া থানায় অবহিত করলে পুলিশ অভিযানে নামে।

তিনি আরও জানান, কৌশল করে পরে বাকী টাকা অপহরণকারীদের দেয়ার কথা বলে তাদের হাতে নাতে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পলাশবাড়িতে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এসময় বাকীরা পালিয়ে যায়। মুলত পালিয়ে যাওয়া হৃদয় নামে অপহরণকারী এই বাসাটি ভাড়া নিয়েছিল। সেখানে অপহৃত ব্যবসায়ীকে মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়েছিলো। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অপহরনকারী আজিজুল ইসলামের বিষয়ে আগেই থেকেই খোজ খবর নিয়েছে ও সুযোগ বুঝে অপহরন করে।

আশুরিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিজাউল হক দিপু জানান, অহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ