আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ফেনীত জেলায় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর ১০টি টহল টিম

আলাউদ্দিন সবুজ. ফেনী

 

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সারাদেশের মতো ফেনীতেও বাংলাদেশ সেনাবাহিনীর ১০টি টহল টিম নিয়োজিত রয়েছে। বৃহস্পতিবার থেকে জেলা শহর সহ উপজেলা পর্যায়েও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে অবিরাম কাজ করছেন সশস্ত্র বাহিনীর এ সদস্যরা। আজ রবিবার দুপুরে ট্রাংক রোডে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়। ওছাড়া মাস্ক, হ্যান্ড গ্লাভস ও লিফলেট বিতরন করা হয়।
ফেনীতে দায়িত্বপ্রাপ্ত কুমিল্লা সেনানিবাস ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি অধিনায়ক লে. কর্ণেল আসিফ আজমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছেন, যাতে সবাই বাসায় থেকে সংক্রমণ রোধ করতে পারি। সুতরাং এটি মেনে চলতেই হবে। এজন্য সেনাবাহিনী সদস্যরা স্থানীয় প্রশাসনকে সহায়তার প্রয়োজনীয় সমন্বয়ের পাশাপাশি নানা প্রদক্ষেপ গ্রহন করছে।
আসিফ আজমিন আরো বলেন, জনগনেকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে। ইতিমধ্যে পৌরসভা, সদর উপজেলা, ফুলগাজী ও ছাগলনাইয়ার বিভিন্ন স্থানে দুটি গাড়িরর মাধ্যমে জীবানুনাশক স্প্রে করা হয়েছে। সচেতনতামূলক লিফলেট বিতরন ও জনবহুল স্থানে ব্যানার সাঁটানো হয়েছে। হতদরিদ্র ও দিনমজুরদের মাস্ক ও গ্লাভস বিতরন অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আজ রবিবার ফুলগাজী ও ছাগলনাইয়া এলাকায় কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে পরশুরাম, সোনাগাজী ও দাগনভুঞার ধারাবাহিকভাবে কার্যক্রম চালানো হবে।
লে. কর্ণেল আসিফ আজমিন আরো বলেন, বুধবার থেকে পরিস্থিতি মোকাবেলায় মোতা্য়েন হওয়া সেনাবাহিনী স্থানীয় প্রশাসনকে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে। এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশফেরতদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পদক্ষেপে সহায়তা ও সমন্বয় করবেন সেনাসদস্যরা। এছাড়া প্রয়োজনে মেডিকেল সহায়তা দিতেও প্রস্তুত সেনাবাহিনী।
প্রসঙ্গত: বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। তবে জেলায় এখনো কোন করোনা রোগি শনাক্ত না হলেও বিদেশ ফেরত ৫ হাজার ৩শ ব্যক্তির মধ্যে ৯৬১ জন প্রবাসী পরিবারের সদস্য সহ হোম কোয়ারেন্টিনে রয়েছেন। ইতিমধ্যে ৩২৪ জনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ