আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

খামারের মাছ বিক্রির টাকায় সাড়ে ৩০০ দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালেন প্রবাসী আকরাম হোসেন

হায়দার আলী 

 

গাজীপুরের খামারে মাছ চাষ করেন আকরাম হোসেন। সেই খামারের মাছ বিক্রির টাকায় শ্রীপুর উপজেলার সাড়ে ৩০০ অতি দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাদের জন্য ১০ দিনের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। দিনমজুর খেটে খাওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে আজ দুপুরের পর থেকে ওই সব খাবার তুলে দিয়ে এসেছেন। আকরাম হোসেন জানালেন, আগামী দশ দিন পর আবার ওইসব পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবেন তিনি। করোনা ভাইরাসের কারণে সারাদেশেই লকডাউন পরিস্থিতিতে সবচেয়ে কষ্টের মধ্যে পড়েছেন প্রতি দরিদ্র মানুষগুলো। এইসব মানুষের কষ্ট লাগবে পাশে এসে দাঁড়াচ্ছে সমাজের কিছু হৃদয়বান মানুষ। কিন্তু এখনো খুব বেশি দেখা যায়নি এমপি মন্ত্রীসহ স্থানীয় জনপ্রতিনিধিদের। নির্বাচনের আগে যেসব নেতারা দানবীর হয়ে উঠছিলেন সেই তারা আবারও মাঠে নামো এটা চায় সাধারণ মানুষ।অথচ যার যার অবস্থান থেকে যতটুকু সাহায্য করা যায় এইসব অতিদরিদ্র মানুষের জন্য,তাহলে হয়তো না খেয়ে থাকতে হবে না তাদের। দল-মত নির্বিশেষে মানবতার কল্যাণে আকরাম হোসেনের মতো সবাই পাশে দাঁড়াক এটাই প্রত্যাশা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ